আবু হুরাইরা (রা.) এর মায়ের ইসলাম গ্রহণের গল্প - ইসলামিক অনুপ্রেরণামূলক ঘটনা


আবু হুরাইরা রাযি.-এর বৃদ্ধ মা শিরকের ওপর অটল ছিলেন। পুত্র আবু হুরাইরা ভালোবাসা ও হিতাকাঙ্ক্ষায় তাকে যথাসাধ্য ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু মা কানে তুলতেন না। আবু হুরাইরা রাযি. এ কারণে খুব ব্যথিত ছিলেন। একদিন আবু হুরাইরা রাযি. মাকে ঈমানের দাওয়াত দিলে তিনি রাসুলুল্লাহ সম্পর্কে কটূক্তি করে বসেন। ব্যথিত আবু হুরাইরা রাযি. কাঁদতে কাঁদতে রাসুলুল্লাহ (স.)-এর কাছে উপস্থিত হন।


রাসুলুল্লাহ তাকে প্রশ্ন করলেন, 'কেন কাঁদছ আবু হুরাইরা?' তিনি বললেন, 'আমি আমার মাকে সব উপায়ে ইসলামের দাওয়াত দিয়েছি, কিন্তু তিনি বরাবরই অস্বীকার করেছেন। আজও তাকে দ্বীনের দাওয়াত দিলে তিনি আপনার ব্যাপারে কটু কথা বলেছেন। আপনি দুআ করুন, যাতে আল্লাহ তায়ালা আবু হুরাইরার মায়ের অন্তরকে ইসলামের দিকে ঝুঁকিয়ে দেন।' রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুআ করলেন।


আবু হুরাইরা রাযি. বলেন, 'আমি তৎক্ষণাৎ ঘরের দিকে রওনা হলাম। গিয়ে দেখি দরজা ভেজানো। ভেতর থেকে পানির আওয়াজ শোনা গেল। যখন আমি প্রবেশে উদ্যত হলাম, মা বললেন, 'আবু হুরাইরা, দাঁড়াও।' অতঃপর তিনি কাপড় পরিধান করলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই; এবং সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসুল।


আমি আনন্দে কাঁদতে কাঁদতে রাসুলুল্লাহ (স.) -এর কাছে ফিরে গেলাম, যেভাবে কিছুক্ষণ পূর্বে দুঃখে কাঁদছিলাম। বললাম, 'ইয়া রাসুলাল্লাহ, সুসংবাদ নিন, আল্লাহ আপনার দুআ কবুল করেছেন এবং আবু হুরাইরার মাকে ইসলামের হেদায়েত দিয়েছেন।' আমার কথা শুনে রাসুলুল্লাহ আল্লাহর হামদ ও সানা করলেন।


আমার কথা শুনে রাসুলুল্লাহ (স.) আল্লাহর হামদ ও সানা করলেন। আমি বললাম, 'ইয়া রাসুলাল্লাহ, আল্লাহর কাছে দুআ করুন, যাতে তিনি আমাকে ও আমার মাকে তাঁর মুমিন বান্দাদের প্রিয় বানিয়ে দেন এবং তাদেরকেও আমাদের প্রিয় বানিয়ে দেন।'


রাসুলুল্লাহ (স.) বললেন, 'হে আল্লাহ, আপনার এই বান্দা ও তার মাকে আপনার মুমিন বান্দাদের প্রিয় বানিয়ে দিন এবং মুমিনদেরকেও এদের প্রিয় বানিয়ে দিন।' এই দুআর ফলে যে মুমিনই আমার কথা শোনে, কখনও না দেখলেও আমাকে মহব্বত করতে থাকে। (মূল বিষয়বস্তু সহিহ মুসলিমে রয়েছে, ৪/১৯৩৯।)


মিরাকুলাস প্রেয়ারস বই থেকে নেয়া।

Comments

  1. What did you learn from this blog?
    You’re welcome to share your thoughts.

    ReplyDelete

Post a Comment

Delivery Charge: 00 TK
Confirm Details
Method: Mobile Banking
Bkash: 01722330477 (Personal)
Nagad: 01722330477 (Personal)
Rocket: 01722330477 (Personal)
Please make sure to include your
Order ID in the reference box.

Contact Form

Name

Email *

Message *